জাতীয়

জিডির কপি ছাড়াই তোলা যাবে এনআইডি

সাধারণ ডায়রির (জিডি) কপি ছাড়াই কেবল ফি পরিশোধ করে তোলা যাবে হারানো এনআইডি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে।

সোমবার (১৪ অক্টোবর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি দিলেই হারানো এনআইডি তোলা যাবে। বর্তমানে তারা সফটওয়্যারের কাজ করছে এ সংক্রান্ত একটি প্রস্তাব উর্ধ্বতন কর্তাদের অনুমোদনের পর এনআইডি উইং থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়,  এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেওয়ার নির্দেশনা উঠে যাবে।  জিডি করতে সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন