অর্থনীতি

স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ ব্যাংক ২২ ক্যারেটের সোনার স্মারক মুদ্রার দাম বাড়িয়েছে। আগে এই মূদ্রার দাম ছিলো এক লাখ ১৫ হাজার টাকা। এখন ১০ হাজার টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার টাকা। এই দাম কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে ।  

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নুতন দাম তিনটি বিশেষ স্মারক মুদ্রার জন্য প্রযোজ্য হবে। এগুলো হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ১৯২০-২০২০, এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ স্মরণে তৈরি মুদ্রা। এসব প্রত্যেক মুদ্রার ওজন ১০ গ্রাম। আর স্বর্ণের মান ২২ ক্যারেট।

এর আগেও ১ সেপ্টেম্বর স্বর্ণমুদ্রার দাম বাড়ানো হয়েছিল। তখন বাংলাদেশ ব্যাংক জানিয়েছিলো আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম বাড়ার কারনে ভবিষ্যতে স্বর্ণের দাম সামঞ্জস্য করতে হতে পারে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন