চিটাগাং কিংসের সঙ্গে যুক্ত হলেন শহীদ আফ্রিদি
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে আসন্ন বিপিএলের জন্য চিটাগাং কিংসের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।
আজ (মঙ্গলবার) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদিকে ব্রান্ড অ্যাম্বাসেডর করার বিষয়টি জানায় চিটাগাং কিংস।
চিটাগাং কিংস লম্বা সময় পর বিপিএলে ফিরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়াও শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেনরা আছেন এই দলে। বিদেশী ক্যাটাগরিতেও আছে মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো নাম রয়েছে।
কোচ হিসেবে এরমধ্যে সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট দলের সঙ্গে প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়েছেন।
আজ বিকেলের দিকেই চিটাগাং কিংসের পেজ থেকে একটি ধারণা দেয়া হয়। তাদের পোস্টে ‘বুম বুম’ উল্লেখ করে আগ্রহ বাড়িয়ে দেয়া হয় ভক্ত-সমর্থকদের মধ্যে। তখন থেকেই ধারণা করা হচ্ছিল শহীদ আফ্রিদির নাম যুক্ত হতে পারে এই দলের সঙ্গে। সেই ধারণা সত্যি হলো।
বিপিএলে চিটাগাং কিংসের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
এর আগে আফ্রিদি ২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেন পাকিস্তান ক্রিকেটের এই বড় নাম।
এম এইচ//