পেরুর বিরুদ্ধে বড় জয়ে হাসলো ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠ ব্রাসিলিয়ায় পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
ম্যাচের ৩৮ মিনিটে পেরুর ডি-বক্সে হওয়া হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় ব্রাজিল। শট নিয়ে সেলেসাওদের এগিয়ে দেন রাফিনিয়া।
ব্রাজিলের দ্বিতীয় গোলটিও আসে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে। ডি-বক্সে সাভিনিয়োকে পেরু ডিফেন্ডার সামব্রানো ফাউল করলে ব্রাজিলকে এই পেনাল্টি দেন রেফারি। এবারও শট নিয়ে বল জালে পঠান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
২-০ গোলে এগিয়ে যাওয়ার ব্রাজিল উজ্জীবিত হয়ে সাজিয়ে বসে আক্রমণের পসরা। সেই আক্রমণে গতি বাড়াতে ৬৯তম মিনিটে এক সঙ্গে লুইস হেরনরিক ও আন্দ্রেস পেরেইরাকে মাঠে নামান ব্রাজিল কোচ।
দুই মিনিট পরই হেনরিকের ক্রস থেকে অ্যা ক্রোবেটিক শটে বল জালে জড়ান ফুলহ্যাম মিডফিল্ডার পেরেইরা।
৭৪তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন হেনরিক নিজেই। ডি বক্সের বাইরে থেকে বতাফোগোর ফরোয়ার্ড বাঁকানো শটে বল চলে যায় জালে। সবশেষ চিলির বিপক্ষেও প্রায় একই রকম গোল করে ব্রাজিলকে জয় এনেদিয়েছিলেন হেনরিক।
এবারের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে পয়েন্ট তালিকার চারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এম এইচ//