২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৫৫ জন নিহত
ফিলিস্তিনের গাজায় গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২৯ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে মনে করনছেন উদ্ধারকারী দলের সদস্যরা। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৪২,৪০৯ জন নিহত এবং ৯৯,১৫৩ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু, নারী।