আন্তর্জাতিক

ইসরাইলি অভিযানে গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৬৫ জন

ছবি: সংগৃহীত

ইসরাইলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার ৬টি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই এখনও ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জন। এছাড়া ইসরাইলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ১৫৩ জন।

পরিসংখ্যান থেকে জানা যায়, গাজায় ইসরাইলি হামলায় অধিকাংশনই বেসামরিক নাগরিক। যার বেশিরভাগ নারী ও শিশু। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান অব্যহত রয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন