আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে এই ট্যাংকার বিস্ফোরণ ঘটে। এরপর জানা যায় ৯০ জন নিহতের খবর। তবে সময়ের সাথে নিহতের সংখ্যা বেড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উত্তর নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।

বিবিসির প্রতিবেদন আরও জানায়, এই বিস্ফোরণে আহত আরও ১০০ জনকে জিগাওয়া প্রদেশের রিঙ্গিম শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাইজেরিয়ায় ট্যাঙ্কার দুর্ঘটনা নতুন খবর নয়। এর আগেও বেশ কয়েকবার দেশটির বিভিন্ন অঞ্চলে ট্যাঙ্কার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন