আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলায় মেয়রসহ নিহত ১৬ জন

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণ অঞ্চলের পৌর কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। নাবাতিয়ে নামক অঞ্চলে চালানো এই হামলায় শহরের মেয়রসহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ৫০ জন মানুষ আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স, লেবাননে চালানো এই হামলার খবরটি নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পৌর কার্যালয়ে পরিষদ সভা চলাকালীন সময়ে হামলাটি চালানো হয়েছে।

শহরের গভর্নর জানিয়েছেন, নিহতদের মধ্যে ৫ জন ত্রাণ বিতরণ কর্মসূচির সদস্য ছিলেন। টানা বিমান হামলায় অনেক বাসিন্দা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেখানে মেয়র ও পৌরসভার কর্মীরা কেবল অবস্থান করছিলেন। গত কয়েকদিনের হামলায় শহরের একাধিক ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুত ও দাহিয়ে অঞ্চলে হামলা হয়। ইসরাইলি প্রশাসন দাবি করেছে, হিজবুল্লাহর গোপন ঘাঁটি তাদের লক্ষ্য ছিল। একটি টানেল ধ্বংস করা হয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন