খেলাধুলা

বেঙ্গালুরু টেস্ট

কিউই পেসারদের তোপে ৪৬ রানে অলআউট ভারত

লজ্জার রেকর্ড গড়লো ভারত। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে তারা। কিউই পেসাররা পিচের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিয়ে ধসিয়ে দিয়েছে ভারতীয় লাইনআপ।

টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর এটি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয় ভারত। যা এখন পর্যন্ত তাদের সর্বনিম্ন।

ভারতীয় ইনিংসে ৫ জন ব্যাটার শূন্য রানে ফিরেছেন। তিনে নামা ভিরাট কোহলি পেরে ওঠেননি কিউইদের সঙ্গে। কোহলি নিজে ৯ বল খেলে উইল ও রউরকের ডেলিভারিতে শূন্য রানে বিদায় নেন।

সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের ব্যাটেও আসেনি কোনো রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন রিশাব পান্ট। এরপর ওপেনার যশস্বী জয়সোওয়াল দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ম্যাট হেনরি একাই নিয়েছেন ৫ উইকেট। ওরউরকে নিয়েছেন ৪ উইকেট, টিম সাউদি নেন ১ টি উইকেট।

বেঙ্গালুরুর পিচে পেস আর বাউন্সে আধিপত্য গড়ে তোলে কিউইরা। কেবল এই তিন পেসার মিলে ৩১ দশমিক ২ ওভারের মধ্যে ভারতকে অলআউট করে দিতে সক্ষম হয়।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন