আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪১০

সবশেষ হিসাব অনুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় একজন মারা গেছে। এ সময়ে নতুন করে ৪১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট রোগীর শনাক্ত হয়েছে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১০ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।     

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৮৪ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন