হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৈশ্বিক নীরবতায় ক্রুদ্ধ ভারতের উপরাষ্ট্রপতি
ভারতের প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের সময় বিশ্বের নীরবতার কঠোর সমালোচনা করেছেন দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
শুক্রবার (১৮ অক্টোবর) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘তথাকথিত নৈতিকতার ফেরিওয়ালা, মানবাধিকারের রক্ষকদের’ এই ‘বধিরের নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে ধনখড় বলেন, এই সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ‘এত বেশি নীরবতা’ যথাযথ নয়।
হিন্দু ছেলে, মেয়ে ও নারীরা নিষ্ঠুরতা, নির্যাতন, মানসিক নিপীড়নের শিকার হচ্ছে ও ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে উল্লেখ করে ধনখড় এ বিষয়ে জনগণকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
ভারতের এই উপরাষ্ট্রপতি তাঁর বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়।
এনএস/