আন্তর্জাতিক

হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৈশ্বিক নীরবতায় ক্রুদ্ধ ভারতের উপরাষ্ট্রপতি

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ছবি- সংগৃহীত।

ভারতের প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের সময় বিশ্বের নীরবতার কঠোর সমালোচনা করেছেন দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

শুক্রবার (১৮ অক্টোবর) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।     

 ‘তথাকথিত নৈতিকতার ফেরিওয়ালা, মানবাধিকারের রক্ষকদের’ এই ‘বধিরের নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে ধনখড় বলেন, এই সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ‘এত বেশি নীরবতা’ যথাযথ নয়

হিন্দু ছেলে, মেয়ে ও নারীরা নিষ্ঠুরতা, নির্যাতন, মানসিক নিপীড়নের শিকার হচ্ছে ও ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে উল্লেখ করে ধনখড় এ বিষয়ে জনগণকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভারতের এই উপরাষ্ট্রপতি তাঁর বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়।

এনএস/ 

 

 

  

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন