নেইমার ভক্তদের জন্য শীঘ্রই আসছে সুখবর
নেইমার ভক্তরা ধীরে ধীরে সুখবর পাওয়ার দিকে যাচ্ছেন। গত বছর ১৮ অক্টোবর চোটে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। এক বছর পর তার মাঠে ফেরার সময় হয়ে গেছে। এখন কেবলমাত্র মুহূর্তের অপেক্ষা।
সোমবার (২১ অক্টোবর) আল হিলালের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে নেইমারের। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল, সেই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে।
আল হিলাল কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ‘আজ (গতকাল) নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো। চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে, অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন যদি সব এমন ইতিবাচক থাকে, দলের পরের ম্যাচে তাকে যুক্ত করা হবে।‘
জটিলতা আছে অন্য জায়গায়। সৌদি প্রো লিগে নেইমারকে এখনো নিবন্ধন করেনি আল হিলাল। সেক্ষেত্রে আপাতত কেবল এএফসি চ্যাম্পিয়ন লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে পারবেন তিনি।
এরমধ্যে বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা আছে বেশ ভালো। এর আগে তাকে আল হিলালের জার্সিতে দেখা যাবে বলেই ইতিবাচকভাবে মনে হচ্ছে।
এম এইচ//