রাজনীতি

সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের পক্ষে গণফোরাম

সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে নিজেদের মতামত জানিয়েছেন গণফোরামের নেতারা।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে  এ কথা বলেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরামের নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্য ও আইন ব্যবস্থা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের উদ্দেশ্য সফল করার জন্য একটি লিখিত প্রস্তাব গণফোরাম থেকে দেয়া হবে।

এর আগে বিকেল ৩টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

 দলের অন্য সদস্যরা হলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে প্রতিনিধিদল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন