অনেকে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে: তাইজুল
টেস্ট ক্রিকেটের সময় এলে তাইজুল ইসলামকে মাঠে দেখা যায়। সাদা বলের ক্রিকেটে খুব একটা নিয়মিত নন তিনি। তবে লাল বলের ক্রিকেটে আজ ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে একইদিনে ৫ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার।
বাংলাদেশে তারকা হওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসে মন্তব্য করেছেন তাইজুল। তিনি বলেন, ‘আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কি, অনেক সময় দেখবেন যে অনেক কিছুই মুখে মুখে হয় আর কি। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নাই।'
বাংলাদেশের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মালিক এখন তাইজুল। তাইজুলের আগে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। সাকিবের ঝুলিতে আছে ২৪৬ টি টেস্ট উইকেট।
নতুন মাইলফলকে পা রেখে কেমন লাগছে তাইজুলের?
‘এটা অবশ্যই ভালো লাগার বিষয়। বিশ্বে হয়তো অনেক বোলারই আছে, যাদের ২০০ উইকেট আছে বা ৩০০-৪০০ আছে। আমরা অনেকদিন ধরে টেস্ট খেলি না যে অনেক জনের হবে। তারপরেও যে ২-১ জন আছি, তার মধ্যে আমি একজন। এটা আসলে গর্বের কোনো বিষয় না।‘
এম এইচ//