আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

মেক্সিকোতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে মেয়রসহ ১৮ জনের মৃত্যু

মেক্সিকোতে এক অজ্ঞাত ব্যক্তির গুলিতে মেয়রসহ ১৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মেক্সিকান সিটি হলে এই ঘটনা ঘটে। 

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে গুলি চালানোর কারণ জানার চেষ্টা করছে। যদিও গুলি চালানোর ঘটনার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই ঘটনার দায় স্বীকার করেছে একটি সংগঠন। 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মেক্সিকান সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি প্রোগ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। গুলিতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। 

এর আগে ৩ অক্টোবর, নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রিটে আমেরিকার সময় রাত ১১ টায় একটি গুলি চালানোর ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৫ বছরের এক ছাত্র। এই বছরের শুরুর দিকে আমেরিকায় অনেক বড় আকারের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। মার্কিন সরকার মাস ফায়ারিং-এর এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

আসাদ ভূঁইয়া

এ সম্পর্কিত আরও পড়ুন