খেলাধুলা

চোটের কারণে নেই বাটলার, নতুন নেতৃত্বে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

পায়ের পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি জস বাটলার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না তার। উইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড লিয়াম লিভিংস্টোনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে।

তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে ৩১ অক্টোবর থেকে। এছাড়াও দুই দল খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজের জন্য বাটলারকেই অধিনায়ক হিসেবে রেখেছে ইসিবি।

সবশেষ ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের পুরোটাই মিস করেন বাটলার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই ব্যাটার।

বাটলার না থাকায় প্রথমবারের মতো লিভিংস্টোনের কাঁধে উঠতে যাচ্ছে নেতৃত্ব। ফলে এক বছরে ৬ জন নতুন অধিনায়কের দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। এর আগে ২০১১ সালেও ৬ অধিনায়কের অধীনে খেলেছে ইংল্যান্ড। তবে এক বছরে ৭ অধিনায়ক দলের দায়িত্ব পালন করেছেন- এমন রেকর্ডও রয়েছে। যেখানে আছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাম।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন