দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ডে কিউই ব্যাটার
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে চ্যাড বোস এই কীর্তি গড়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) ফোর্ড ট্রফিতে ক্যান্টাবুরির হয়ে দারুণ এই রেকর্ডে নাম লিখিয়েছেন চ্যাড বোস।
ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছেন চ্যাড বোস। তার ইনিংসে ছিল ২৭ টি চার ও ৭ টি ছক্কা। এর আগে ১১৪ বলে স্বীকৃত ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি হয়। যেখানে যৌথভাবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের নাম ছিল।
চ্যাড বোস তার অনুভূতিতে জানান, ‘'ব্যাপারটা হজম হতে দু-একদিন লঅগবে হয়তো। তবে অবশ্যই আজকে হ্যাগলিতে দিনটি ছিল দুর্দান্ত, বিশেষ কিছু করার ভালো উপলক্ষ। এই ধরণের কিছু সাধারণত সহজাতভাবেই হয়ে যায়। পরিকল্পনা করে বা চেষ্টা করে এসব হয় না। আমি খুশি যে দিনটি আমার ছিল।'
এম এইচ//