আলোক-স্বল্পতায় এখনো শুরু হয়নি খেলা, ৮১ রানের লিড
মেহেদী হাসান মিরাজ ক্রিজে থিতু হয়ে উঠেছেন। তার সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন নাঈম হাসান। এরমধ্যে বৃষ্টি ও আলোক-স্বল্পতার কারণে খেলা বন্ধ আছে। আজ আবারও খেলা শুরু হবে কি না, তা এখনো বোঝা যাচ্ছে না। বাংলাদেশ এখন ৮১ রানের লিডে আছে।
তৃতীয় দেশনে কেবল ৫ ওভার খেলা হয়েছে। মিরাজ ১৭১ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে নাঈম ২৮ বলে ১৬ রানে অবস্থান করছেন। এর আগে জাকের আলী অনিক ১১১ বল খেলে ৫৮ রান করে কেশভ মহারাজের শিকার হয়ে বিদায় নেন। মিরাজ ও জাকের দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়ে তুলেছিলেন। মূলত সেই জুটিতেই লিড ধরতে পারে বাংলাদেশ।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু ১১ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। অর্থাৎ ৬ উইকেটে ১১২ রানে অবস্থান করছিল একটা সময়। বাংলাদেশ দল এখন ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে অবস্থান করছে।
এম এইচ//