আন্তর্জাতিক

ইসরাইল সেনাবাহিনীর ৭০ সদস্যকে হত্যার দাবি হিজবুল্লাহর

লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা বাড়িয়েছে ইসরাইলি সেনাবাহিনী ছবি: রয়টার্স

ইসরাইলি আগ্রাসনের জবাবে তাদের সেনাবাহিনীর ৭০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) এক বিবৃতিতে এ দাবি করে বলে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।  তবে ইসরাইলি এসব সেনাদের কখন হত্যা করা হয়েছে তা জানায়নি হিজবুল্লাহ।

এর আগে, গত সপ্তাহে গোষ্ঠীর  পক্ষ থেকে  বলা হয়েছিল, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ৫৫জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে। সর্বশেষ তাদের দাবি অনুযায়ি, হত্যার শিকার ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

 

তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন