আইন-বিচার

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট ছবি: বিবিসি

মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে দাবি করেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বেতন-ভাতা ছাড়া অজ্ঞাত উৎস থেকে ১৩৮.৩১ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৮২টি হিসাবে লেনদেন করেছেন।  

এছাড়া, তার আয়কর নথিতে মাত্র ৪.১০ কোটি টাকার নিট সম্পদ দেখানো হলেও তার ব্যাংক হিসাবে বর্তমানে ৩০.৬৬ কোটি টাকা রয়েছে

অনুসন্ধানে আরও জানা যায়, জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী নুসরাত জাহান তাদের সম্পদ হস্তান্তর করে বিদেশে পালানোর পরিকল্পনা করছেন।  দুদকের মতে, তারা দেশ ছেড়ে পালালে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আদালত থেকে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন