গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সারজিস আলম
ভুয়া সমন্বয়ক প্রসঙ্গে সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। এছাড়াও ভবিষ্যতে নতুন রাজনৈতিক দল গঠন বিষয়েও কথা বলেছেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্য ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সারজিস বলেন, '৫ আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। আমাদের থেকে তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজ খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে। তবে অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে।'
'ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।'
উক্ত সভায় সারজিস আলম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ছাত্রদের আলাদা হওয়া যাবে না, সেরকম হলে পরিণতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এম এইচ//