খেলাধুলা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি জেনারেল ওয়াকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারউজজামান। বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে জেনারেল ওয়াকারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিওএ সভাপতির দায়িত্ব থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব) এস এম শফিউদ্দিন আগেই সরে দাঁড়ান। ফলে এই পদটি শূন্য ছিল এতদিন। শূন্য পদে নির্বাচনের উদ্যোগ নেয়া হয়, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধানরা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতির দায়িত্বে আসীন হলেন।

বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। অবশ্য বেশ কিছু কর্মকর্তাকে অব্যাহতি দেয়ার পর, ৫২ জন কাউন্সিলর চূড়ান্ত হয়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন