খেলাধুলা

দীর্ঘ ১২ বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারলো ভারত

ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে ভারতের অসহায় আত্মসমর্পনের ঘটনা খুব বেশি চোখে পড়ে না। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর দুই টেস্টে পরাজয়ে ভারতের নড়বড়ে অবস্থা সামনে এসেছে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ১১৩ রানের বড় জয় পেলো সফরকারী নিউজিল্যান্ড। এটি ভারতের মাটিতে খেলা ১৩ টি টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের প্রথম জয়। 

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

পুনেতে ভারতীয় ব্যাটাররা দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হওয়ার পর, পরের ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে পরাজয় শিকার করতে হয় ভারতকে।

আজ কেবল তৃতীয় দিনের খেলা চলছিল। ভারত ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে। তবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট পতনে অনেকটাই পিছিয়ে ছিল তারা। এরপর আজ ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন ও শেষপর্যন্ত রবীন্দ্র জাদেজার ব্যাটিং ভারতকে ব্যবধান কমাতে সাহায্য করেছে।

কিউইদের পক্ষে বল হাতে দুই ইনিংসেই আলো ছড়িয়েছেন মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ টি, দ্বিতীয় ইনিংসে ৬ টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। ব্যাট হাতে সফরকারী দলের পক্ষে রাচিন রবীন্দ্র, টম ল্যাথামরা দারুণ কার্যকারীতা দেখিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন