আন্তর্জাতিক

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭৪

ছবি: ফাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৫৩ জন ও লেবাবননে ২১ জন নিহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ অক্টোবর) গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে উত্তর গাজায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এলাকাটিতে ইসরাইলি সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে, পাশাপাশি চলছে গণপ্রেপ্তার।

ইসরাইলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন প্রায় ১০ হাজার মানুষ।

এদিকে, লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

লেবাননে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা ২ হাজার ৬৭২ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় অন্তত ১২ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন।

ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের মাধ্যমে মিশরের পক্ষ থেকে গাজায় চলমান যুদ্ধে ২ দিনের বিরতি প্রস্তাব করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় মধ্যস্তাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন