আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠ ভোটারের মত: যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির মুখে

ছবি: স্যামুয়েল কোরাম/গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সরকার নিয়ে নাগরিকদের মধ্যে হতাশা বেড়ে চলেছে। মার্কিন নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যক মনে করছেন, সরকার তাদের জীবনমানের উন্নয়নে তেমন কোনো কাজ করছে না। এছাড়াও দেশটির একটি জরিপে দেখা যায়, তিন-চতুর্থাংশ নাগরিকের মত- মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক জরিপে এসব তথ্য পাওয়া যায়। 

গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক ভোটার সন্দিহান– আমেরিকার সরকার কোনো কাজ করছে কিনা। ৪৫ শতাংশ ভোটার বিশ্বাস করেন, দেশের গণতন্ত্র সাধারণ মানুষের স্বার্থে কোনো ভালো কাজ করছে না। 

এছাড়াও, তিন-চতুর্থাংশ বা ৭৬ শতাংশ ভোটার জানিয়েছেন; গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার বিশ্বাস করেন, দেশটি দুর্নীতিতে জর্জরিত। ৬২ শতাংশ বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণের পরিবর্তে নিজের এবং অভিজাতদের সুবিধার জন্য কাজ করছে। 

হতাশা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেছেন বেশিরভাগ ভোটার। দেশটির নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল হবে এমনটি মনে করছেন ৮০ শতাংশ ভোটার। 

অন্যদিকে গণমাধ্যম এবিসি নিউজের তথ্যমতে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। জরিপ বলছে, কমলাকে ৪৯ শতাংশ ও ট্রাম্পকে ৪৭ শতাংশ ভোটার পছন্দ করছে। 

এম এইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন