জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেলো ২৪৫ জন
জুলাই অভ্যুত্থানে আহত ২৪৫ জনকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সারজিস আলম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
সারজিস বলেন, গতকাল সোমবার পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ,বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট ,ট্রমা সেন্টার, সাভার সিআরপিসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷
এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে ৷
তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিলো, বিতর্কের মুখে ফেলেছিলো সেই অভিজ্ঞতা থেকে ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চান না ৷ তাই ভ্যারিফিকেশনে তারা সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে।
আই/এ