পুতুল নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালকের মাধ্যমে নয়, সংস্থাটির সঙ্গে সরাসরি কাজ করতে তাদের চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ চিঠি দেয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।
তিনি বলেন, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে যেহেতু মানবাধিকার ও অর্থ পাচারের মামলা রয়েছে, তাই তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায়। নীতিগত জায়গা থেকে সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে আগামী দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
গেলো ২৯ অক্টোবর সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানও মনোনীত হয়েছেন।
আই/এ