ফলো-অনে বাংলাদেশ, পিছিয়ে ৪১৬ রানে
এড়ানো যায়নি ফলো-অন! দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ১৫৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এতে সফরকারী দল বাংলাদেশকে ফলো-অনে পাঠিয়েছে, ফলে ৪১৬ রানে পিছিয়ে থেকে আবারও ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৩৮ রানে ৪ উইকেট হাতে রেখে। দলের খাতায় মাত্র ১০ রান যোগ হতেই আজ ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। মাত্র ৪৮ রানে ৮ উইকেট হারানো দলকে মুমিনুল হক ও তাইজুল ইসলাম এগিয়ে নিয়েছেন। বিরতির আগ পর্যন্ত তাদের ৮৯ রানের জুটির ওপর ছিল বাংলাদেশ দল।
বিরতির পর ৫ ওভার ভালোভাবেই পাড়ি দেয় তাইজুল ও মুমিনুল। তবে এরপরের ওভারে সেনুরান মুথুসামির প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ৮২ রানে বিদায় নেন মুমিনুল। দুজনের ১০৩ রানের জুটি ভেঙে যায়।
স্বাগতিকদের পক্ষে শেষ ব্যাটার হিসেবে নামেন নাহিদ রানা। নাহিদ কোনো রান না নিয়ে অপরাজিত ছিলেন ৯ বল খেলে। অন্যদিকে ৯৫ বল খেলে ৩০ রান করা তাইজুল কেশভ মহারাজের শিকার হলে, বাংলাদেশ দল পুরোপুরি গুটিয়ে যায়।
এর আগে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের বিপরীতে গতকাল, দ্বিতীয় দিনে ব্যাট হাতে নামে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের পক্ষে কাগিসো রাবাদা একাই ৫ উইকেট নিয়েছেন। ডেন পিটারসেন ও কেশভ মহারাজ নিয়েছেন ২ টি করে উইকেট।
এম এইচ//