ইরানের সর্বোচ্চ নেতার নতুন এক্স অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হিব্রু ভাষায় একটি অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট খুলেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর প্রথমে দাবি করা হয়েছিল যে, অ্যাকাউন্টটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে অ্যাকাউন্টটি এখনও সক্রিয় থাকায় দাবিটি ভুল বলে প্রমাণিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ইয়ানেট’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অ্যাকাউন্টটি আদৌ মুছে ফেলা হয়েছিল কিনা বা মুছে ফেলার পর আবার চালু হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সেখানে মাত্র দুটি পোস্ট দেখা গেছে—একটি চার দিন আগে এবং অন্যটি তিন দিন আগে। অ্যাকাউন্টে আপাতত ইসরাইল ও তার নাগরিকদের প্রতি হুমকিসূচক বার্তাই পোস্ট করা হয়েছে।
ইসরাইলি আইনজীবী গাই ওফির প্রথমে এই অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় থাকার বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, এক্স-এর মতো একটি প্ল্যাটফর্মে এমন একটি অ্যাকাউন্ট থাকা "সন্ত্রাসবাদের সমর্থনের প্রান্তে"।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ১৯৮৪ সাল থেকে ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে।
জেডএস/