খেলাধুলা

ভারতীয় দল পাকিস্তানে যাবে, আশাবাদী ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম ও ভিরাট কোহলি ছবি: ফাইল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিকের সম্পর্ক ভালো নয়। সেই ভালো না থাকা সম্পর্কের প্রভাব ক্রিকেটেও দেখা যায়। দীর্ঘ সময় গড়িয়েছে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, ভারতীয় দল পাকিস্তান সফর করে না ১৬ বছর হয়ে গেছে। এবার চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, সেখানে ভারতীয় দল যাবে কি না, তা নিয়ে আছে ধোঁয়াশা।

এখনো কোনো নিশ্চিত খবর জানায়নি ভারত। বরং কিছুটা নেতিবাচক ঢঙ্গেই চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গ সামলিয়েছে। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম অবশ্য আশাবাদী হতে চান ভারতের পাকিস্তান সফর নিয়ে।

একটি অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক অবস্থা তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।

ওয়াসিম আকরাম আরও বলেন, 'এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে অনেক নেতিবাচকতা চোখে পড়ে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।' 

এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার দৃঢ়তার সাথে জানিয়েছেন, ভারত যদি পাকিস্তানে যা- তাদের খুব ভালোভাবে খেয়াল রাখা হবে। পাকিস্তানেও ভিরাট কোহলি, রোহিত শর্মাদের ভক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের ৩ টি ভেন্যুতে চ্যাম্পিয়নস টফ্রির আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন