মার্কিন নির্বাচনে আগাম ভোট দিলেন ৬ কোটির বেশি ভোটার
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে দেশটিতে আগাম ভোট দেয়ার ব্যবস্থা ছিল। যা ‘আর্লি ভোট’ নামে বিশেষভাবে পরিচিত। গত ২০ সেপ্টেম্বর থেকে আগাম ভোট দেয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ৬ কোটির বেশি ভোটার ইতোমধ্যে ভোট দিয়েছেন। ভিড় কমানো ও ভোটদাতাদের সুবিধার জন্য এই ‘আর্লি ভোটিং’ ব্যবস্থা রাখা হয়।
ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন; কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া-সহ মোট ৬ টি ল্যাবের তথ্য বিশ্লেষণে ৬ কোটি ২০ লাখ ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
সবশেষ ২০২০ সালের নির্বাচনে মোট ভোটদাতার ৪০ শতাংশ এবারের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
ভোট সমীক্ষা থেকে জানা যায়, এবার ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রবল লড়াই হচ্ছে। আগাম ভোট ব্যবস্থা থেকে বোঝা যাচ্ছে, ভোটদাতারাও এই নির্বাচন ও তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে কতটা উৎসাহী
পর্যবেক্ষকদের মতে, যারা আগাম ভোট দিয়েছেন তার মধ্যে ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ।
এম এইচ//