বিপিএলে দুই বছরে ৩০টির বেশি দুর্নীতির অভিযোগ
আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে সাত বছর তদন্ত সমন্বয়কের কাজ করেছেন স্টিভ রিচার্ডসন। তিনি সম্প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা পরিপালন করে না বলে অভিযোগ করেছেন।
রিচার্ডসন জানান, কয়েকটি টি–টোয়েন্টি লিগের আয়োজক কর্তৃপক্ষ এবং কিছু ফ্র্যাঞ্চাইজিমালিকের দুর্নীতি নিয়ে আইসিসি চিন্তিত।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে চলা দুর্নীর্তির প্রসার নিয়ে এক প্রতিবেদনের সূত্রে রিচার্ডসনের সঙ্গে কথা বলেছে দ্য টেলিগ্রাফ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই বছরে ৩০টির বেশি দুর্নীর্তির অভিযোগ উঠলেছিলো। কিন্তুও কাউকে নিষিদ্ধ করা হয়নি।
প্রতিবেদনে লেখা হয়, ‘সর্বশেষ দুই বছরের বিপিএলে ৩০টির বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু একজনও নিষিদ্ধ হয়নি। প্রায়ই দুর্নীর্তির অভিযুক্তরা প্রমাণ হওয়ার আগপর্যন্ত বছরের পর বছর খেলায়ও থেকে যান।’
টেলিগ্রাফের ‘কীভাবে ক্রিকেট নিজেকেই খেয়েছে’ শিরোনামের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে চলা বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও লিজেন্ডস লিগে দুর্নীতির অভিযোগ আছে। প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিষয়ে বলা হয়, অন্য অনেক লিগের মতো বিপিএলও দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য আইসিসিকে তালিকাভূক্ত করেনি। এই কাজটি স্বল্প খরচে তারা নিজেরাই করে।