ফুটবল

নেইমারকে বাদ দিয়েই ব্রাজিলের দল ঘোষণা

চলতি বছর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হলো না নেইমার জুনিয়রের। চোট কাটিয়ে আল হিলালের হয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গায় হয়নি তাঁর।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।  ঘোষিত সেই দল নেইমার ছাড়াও জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও।

এছাড়াও নটিংহাম ফরেস্টের সেন্টার ব্যাক মুরিলো প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।  দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা।  এই বছর নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই।

 

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

 

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন