বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চাপা দেয়া সেই বাসচালক আটক
বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মায়েশা ফাওজিয়া মিম নিহত হওয়ার ঘটনায় চালক মো. জামিল হোসেনকে আটক করেছে পুলিশ।
গেলো শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ চালককে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক জামিল (২৫) ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, জামিলকে ধরতে প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে মরিচবুনিয়ায় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, চালককে আটকের পাশাপাশি অন্য দাবিগুলো মেনে নেয়ায় সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গেলো বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন মিম। নিহত মিম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এএম/