বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোকে বাৎসরিক বাজেট প্রদানের দাবি ভিপি নুরের

ছবি: সংগৃহীত

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট প্রদানের দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগ ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পক্ষ থেকে বাৎসারিক বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে নুরুল হক বলেন, 'সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সব স্থানীয় নির্বাচন হতে হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।'

গণঅধিকার পরিষদ সভাপতি যোগ করেন, 'এক লুটেরা গিয়েছে, যদি আবারও কোনও লুটেরা ক্ষমতায় আসে তাদের ও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওয়ামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায়, তারা গণঅধিকার পারিষদকে ভয় পায়।'

বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের জায়গা হবে না বলে উল্লেখ করেন নুরুল হক। তিনি বক্তব্যে জানিয়েছেন, রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন