খেলাধুলা

মুম্বাইয়ে জয়ের সুবাতাস পাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচে জিততেই হবে, এমন সংকল্প তো স্বাগতিকদের রয়েছে। আর ম্যাচের ব্যাটন নিজেদের পক্ষেই আছে এখন পর্যন্ত।

নিউজিল্যান্ডের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ রানে, কিন্তু হাতে কেবল আছে আর এক উইকেট। তেমন কিছু না ঘটলে অল্প রানের লক্ষ্যমাত্রাই পেতে যাচ্ছে ভারত।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড দল এখন ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে অবস্থান করছে। আজ বেশ হাসিমুখেই দিনের খেলা শেষ করেছে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর ভারতও খুব বেশি সুবিধা করতে পারেনি। তারা ২৬৩ রানে অলআউট হয়ে যায়।

পরের ইনিংসে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনদের সামলাতে কষ্ট হয়ে যায় নিউজিল্যান্ডের জন্য। এখন পর্যন্ত চলমান ইনিংসে জাদেজা ৪ টি, অশ্বিন ৩ টি উইকেট নিয়েছেন।

দিনের শেষ বলে জাদেজার শিকার হয়ে ফিরেছেন ম্যাট হেনরি। এখন অপরাজিত আছেন আজাজ প্যাটেল, ১৪ বল খেলে ৭ রানে। শেষ ব্যাটার হিসেবে আগামীকাল ক্রিজে আসবেন উইল ওরউরকে।

এর আগে বেঙ্গালুরু ও পুনেতে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টই হেরেছে ভারত। 

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন