হোঁচট খেলো ম্যানসিটি, শীর্ষে ফিরলো লিভারপুল
আগের ম্যাচে লিগ কাপে টটেনহামের কাছে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। এবার প্রিমিয়ার লিগেও বোর্নমাউথের বিপক্ষে ২-১ হারলো পেপ গার্দিওয়ালার দল।
অথচ এই বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের সবশেষ ১৪ দেখায় সব কটিতেই জয় পেয়েছিলো ম্যানসিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ সিটির বিপক্ষে টানা জয়হীন ছিলো বোর্নমাউথ।
শনিবার রাতে নিজেদের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে সেই বোর্নমাউথ ইতিহাস গড়ল। প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে দিলো ২-১ ব্যবধানে।
ম্যাচের নবম মিনিটেই আন্তোনিও সেমেনোর গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। বিরতির পর ৬৪তম মিনিটে বোর্নমাউথকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন।
৮২ মিনিটে ইয়োস্কো গাভার্দিওলের গোলে ব্যবধান কমে এলেও ম্যাচে আর সমতা আনতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এই হারে শেষ হয়েছে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও।
সিটির হারের দিনে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যানসিটির মতো লিভারপুলও ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করেছিলো প্রথমার্ধ।
তবে বিরতির পর কোডি গাকপো ও মোহাম্মদ সালাহর দারুণ গোলে জয় পায় আর্নে স্লটের দল। ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে অলরেডসরা।