তথ্য-প্রযুক্তি

নতুন স্পাইওয়্যার ঝুঁকি লাইটস্পাই, অকেজো করতে পারে আইফোন

প্রতিকী ছবি ছবি: সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন স্পাইওয়্যার ঝুঁকি লাইটস্পাই। নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্যাব্রিক জানিয়েছে, এই স্পাইওয়্যার তথ্য সংগ্রহের পাশাপাশি পুরোপুরিভাবে আইফোন অকেজো করতে সক্ষম।

লাইটস্পাই স্পাইওয়্যারটি আগের সংস্করণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটি ব্যবহারকারীদের অজান্তে আইফোনে প্রবেশ করে এবং তাদের তথ্য চুরি করে। এর মাধ্যমে সাইবার অপরাধীরা সংক্রামিত ডিভাইসের ওয়াই-ফাই নেটওয়ার্ক, অবস্থান, ছবি, ফোন কলের ইতিহাস এবং বার্তা সংগ্রহ করতে পারে।

এই স্পাইওয়্যারটি বিশেষভাবে তৈরি ওয়েবসাইটে প্রবেশ করলেই সক্রিয় হয়। এটি ওয়েবকিট এক্সপ্লোইট ব্যবহার করে একটি ডট পিএনজি ফাইলের মাধ্যমে আইফোনে প্রবেশ করে। তারপর এটি গোপনে স্পাইওয়্যারের মূল মডিউল এবং অন্যান্য প্লাগইন ডাউনলোড করে।

থ্রেটফ্যাব্রিকের মতে, আইফোন ব্যবহারকারীদের সুরক্ষিত থাকতে নিয়মিত আইওএস আপডেট করতে হবে। অপরিচিত লিংক ক্লিক না করা এবং সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন