বাংলাদেশ

যে কারণে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) লন্ডন-বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার আশরাফুল আরেফিন। 

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যসহ ৭০ জনকে আসামি এ মামলা দায়ের করা হয়েছে।  

আইসিসির রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের ধারায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার এবং আইনি সহায়তা অধীনে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশি ওই আইনজীবী

আইনজীবী আশরাফুল আরেফিন বলেনশিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তৎকালীন সরকার নির্বিচারে গুলিরাবার বুলেটসাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্রযেমন- বার্ডশট পেলেট এবং তাজা গুলি ব্যবহার করে।

তিনি আরও বলেনপ্রমাণ মুছে ফেলার জন্য ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছেমানুষকে গণকবর দেওয়া হয়েছে। এর সবই আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন