এমআরটি পাস নিয়ে সুখবর দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ
মেট্রোরেলে ভ্রমণের জন্য ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম আবারও শুরু হয়েছে। গেলো ১ নভেম্বর এমআরটি পাস রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
রোববার (৩ নভেম্বর) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
এদিকে সাময়িক বিভ্রাট বিষয়ে মেট্রোরেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এমআরটি পাস তাদের হলেও এটি ইস্যু ও রি-ইস্যুর কাজটি করা হয় ডিটিসিএ’র সার্ভারে। অনেক সময় সার্ভার ত্রুটির জন্য তারা সেবা পান না। তখন বাধ্য হয়ে কার্ড ইস্যু ও রি-ইস্যু বন্ধ থাকে। সার্ভারে কাজ চলছে, তাই সাময়িক সমস্যা হচ্ছে।
আই/এ