সর্বশেষ জরিপে যে অবস্থানে কমলা-ট্রাম্প
আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচন নিয়ে সর্বশেষ জরিপ প্রকাশ করেছে দেশটির জাতীয় গণমাধ্যম এনবিসি নিউজ।
জরিপটি ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১০০০ নিবন্ধিত ভোটারের মধ্যে চালানো হয়েছে, যাদের বেশিরভাগই মোবাইলফোনে যোগাযোগ করেছিলেন।
জরিপে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েই ৪৯ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। শুধুমাত্র ২ শতাংশ ভোটার কোনো মতামত জানাননি।
প্রতিবেদনে বলা হচ্ছে, কমলা হ্যারিসের সমর্থকরা গণতন্ত্র সুসংহত করা, গর্ভপাত ইস্যুতে ট্রাম্পের ওপর বিরক্ত। অন্যদিকে কমলা হ্যারিসের সমর্থকরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের।
টিভি চ্যানেলটির মতে, ট্রাম্পের দুই-তৃতীয়াংশ সমর্থক বিশ্বাস করেন যে জাতি ভুল পথে চলেছে, এ জন্য তারা এবার ট্রাম্পকে ভোট দিতে চান। তারা প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মকাণ্ডে প্রচণ্ড বিরক্ত।
ডেমোক্র্যাট নেতা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেন। পরে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কমলাকে আনুষ্ঠানিকভাবে পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
এনএস/