খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান সাহা

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই ঋদ্ধিমান সাহা। আবার ফিরবেন ভারতের জার্সিতে সেই সম্ভাবনা নেই বললেই চলে। বয়সটা ৪০ পেরিয়ে গেছে, এবার ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত নিলেন এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

রোববার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেন ঋদ্ধিমান সাহা। সেখানে নিজের ক্যারিয়ারে ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন।

রঞ্জি ট্রফির চলতি মৌসুম খেলেই শেষ বলছেন ঋদ্ধিমান। তিনি লিখেছেন, 'ক্রিকেটে স্মরণীয় পথচলার পর, এই মৌসুমই আমার জন্য শেষ হতে যাচ্ছে। শুধু রঞ্জি ট্রফি খেলে অবসরে যাওয়ার আগে, শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেড়ে আমি সম্মানিত বোধ করছি। এই মৌসুমে মনে রাখার মতো কিছু করা যাক।' 

বাংলার হয়ে ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ঋদ্ধিমান সাহার। বাংলার ক্রিকেট আর ঋদ্ধিমান- একে অপরের সাথে বেশ ভালো বোঝাপড়া নিয়ে পথ চলতে থাকে। তবে সম্পর্কের কিছুটা বাজে দিক পেরোতে হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাথে। এই টানাপোড়নের কারণে গত দুই মৌসুম ত্রিপুরার হয়ে খেলার পাশাপাশি পরামর্শকের দায়িত্ব পালন করেছেন ঋদ্ধিমান।

তবে নতুন করে বৈঠকের পর নিজের রাজ্যে আবার ফিরে এসেছেন ঋদ্ধিমান। রঞ্জির চলতি মৌসুমে এখন পর্যন্ত ২ টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ভারতের জার্সিতে সবশেষ ঋদ্ধিমানকে দেখা গেছে ২০২১ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। তিনি ৪০ টি টেস্ট খেলে ১ হাজার ৫৩ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২০১৬ সালে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। ঋদ্ধিমান ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবমিলিয়ে ১৭০ ম্যাচ খেলে ২ হাজার ৯৩৪ রান করেছেন এই ব্যাটার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন