চলতি মাসে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আন্তর্জাতিক দলের ম্যাচগুলো আবারও শুরু হবে। সেখানে লড়বে আর্জেন্টিনা, ব্রাজিল। আসন্ন ফিফা উইন্ডোতে ভিন্ন ভিন্ন দুই দলের মুখোমুখি হবে তিন ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে লড়বে লিওনেল মেসিরা। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫ টায় প্যারাগুয়ে ও ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬ টায় পেরুর বিরুদ্ধে খেলতে দেখা যাবে আকাশী-নীল জার্সিধারীদের।
অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ভেনেজুয়েলা ও উরুগুয়ে প্রতিপক্ষ হিসেবে থাকবে। আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩ টায় ভেনেজুয়েলা ও ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭ টায় উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে সেলেসাওরা।
প্যারাগুয়ে ও পেরুর সঙ্গে রেকর্ড ভালো আর্জেন্টিনার। শেষ ৬ বারের দেখায় ২ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে একটি ম্যাচে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। আর পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০ টি জিতেছে আকাশী-নীল দল, বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে।
ব্রাজিলের শেষ রেকর্ডগুলো অবশ্য তাদের প্রতিপক্ষের সঙ্গে ভালো নয়। ভেনেজুয়ের সাথে সবশেষ ১৮ ম্যাচের ৯ ম্যাচে জয় পেলেও, শেষ ম্যাচটি ড্র হয়েছে। অন্যদিকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে সেলেসাওরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপ পর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১ ড্র, পয়েন্ট ২২। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৫ জয়, ৪ হার ও ১ ড্র-এ ১৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
এম এইচ//