কামিন্সের ব্যাটে চড়ে জয় পেলো অস্ট্রেলিয়া
ঘরের মাটিতে ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে বিপদেই পড়তো অস্ট্রেলিয়া। অন্য অনেকবারের মতো এবারও প্যাট কামিন্স ব্যাট হাতে একরকম উদ্ধার করলেন দলকে। তার অপরাজিত ৩১ বলে ৩২ রানের ইনিংসে শেষমেশ ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
মেলবোর্নে সিরিজের প্রথম ওডিআইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান দলের সংগ্রাম চোখে পড়ার মতো ছিল। দলীয় ২৪ রানে দুই উইকেট, ৭০ রানের মাথায় চার উইকেট হারিয়ে বসে তারা।
এরমধ্যে বাবর আজমের ৩৭, মোহাম্মদ রিজওয়ানের ৪৪, ইরফান খানের ২২, শাহীন শাহ আফ্রিদির ২৪, নাসিম শাহ’র শেষ মুহূর্তের ৪০ রানে একটা সম্মানজনক জায়গায় অবস্থান করছিল সফরকারী দল।
৪৬.৪ ওভার খেলে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে মিচেল স্টার্ক একাই ৩ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দল একটা সময় ৩ উইকেট হারিয়ে ১১৩ রানে অবস্থান করছিল। এরপর বিরতি দিয়ে উইকেট হারিয়ে তা ১৩৯ রানে ৬ উইকেটের পর্যায়ে গিয়ে ঠেকে।
এরমধ্যে জশ ইংলিসের ৪৯, স্টিভ স্মিথের ৪৪ রান ছিল দলের পক্ষে বলার মতো সংগ্রহ। বাকিরা থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছেন। অ্যারন হার্ডিও ফিরলেন দলকে ১৫৫ রানে রেখে, তখন হাতে কেবল ৩ উইকেট আর অজিদের প্রয়োজন ৪৯ রান।
কামিন্স একপাশ থেকে সহজভাবে রান তুলে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে ১২ বল খেলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মিচেল স্টার্ক।
পাকিস্তানের পক্ষে বল হাতে হারিস রউফ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।
এম এইচ//