ভ্যান চালকের মরদেহ উদ্ধার, দুই বন্ধু আটক
সাভারে নিখোঁজের ৫ দিন পর দেলোয়ার হোসেন (১৯) নামে এক ভ্যানচালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯) নামে নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন।
এর আগে সোমবার (৪ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেইটকা এলাকার এমবিএম ইটভাটার পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গেলো বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দেলোয়ারের দুই বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয়। পরে সে দুপুরে বাসায় ফিরে আসে এবং বিকেলে বাসা থেকে বের হন। এরপর থেকেই দেলোয়ার নিখোঁজ ছিলেন। পরে আজ ৫ দিন পর স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে দেলোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
এ ব্যাপারে এসআই আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন (১৯) নোয়াখালী জেলার মাইজদী থানার চর কমলা গ্রামের নুর নবীর ছেলে। সে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আটককৃত আব্দুর রহমান ও সাইফুল এর ঠিকানা এখনো জানা যায়নি।
জেডএস/