খেলাধুলা

ইসরাইল-ফ্রান্স ম্যাচ বাতিল চান ফিলিস্তিনপন্থী ফরাসিরা

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর মুখোমুখি হবে ফ্রান্স ও ইসরাইল। তবে এই ম্যাচ শুরুর আগে আন্দোলনে নেমেছেন ফিলিস্তিনপন্থী ফরাসি নাগরিকরা। সোমবার (৪ নভেম্বর) ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সামনে ম্যাচ বাতিল চেয়ে আন্দোলন করে 'ইউরোপ্যালেস্টাইন' নামে সংগঠনটি। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন অপরাধী, ফ্রান্স প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো তার দোসর। প্ল্যাকার্ডে এসব কথা লিখেই ইসরাইল-ফ্রান্স ম্যাচটি বাতিলের দাবিতে আন্দোলন করতে দেখা যায় ইউরোপ্যালেস্টাইন সংগঠনটিকে। 

আন্দোলনের নেতৃত্বে আছেন অলিভিয়া জেমোর নামে এক নারী। তিনি জানান, এটা কীভাবে সম্ভব! একটা গণহত্যার মধ্যে দাঁড়িয়ে স্তাদে দ্য ফ্রান্সে আগামী ১৪ নভেম্বর ফ্রান্স-ইসরাইলের ম্যাচ আয়োজন হতে যাচ্ছে!

এই অবস্থায় ফুটবল ম্যাচ আয়োজন করলে, গাজা ও লেবাননে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে- তাতে ফ্রান্সের জড়িত থাকার চিত্র ফুটে উঠবে বলে মনে করেন অলিভিয়া। 

গত মাসে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ইসরাইল-ফ্রান্স ম্যাচের সময়-সূচি নির্ধারণ করে। দর্শকদের উপস্থিতি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ফেডারেশনটি।

এদিকে আজ, মঙ্গলবার (৫ নভেম্বর) আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ফ্রেঞ্চ ফুটবল ম্যানেজমেন্টের।

গেলো বছরের ৭  অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি অব্যাহত রয়েছে ইসরাইলের স্থল অভিযান। তাদের হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণ নেই। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

এম এইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন