মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
শুরু হলো ভোটের মহারণ, কে পরবেন জয়ের মালা?
মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলো ভোটের মহারণ। চলতিবছরেরপুরোসময়ধরেতুমুলনির্বাচনীপ্রচারেরসমাপ্তিঘটিয়েমঙ্গলবারশুরু হয় মার্কিনযুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্টনির্বাচনে ভোটগ্রহণ।আরএইনির্বাচনেরমাধ্যমেইযুক্তরাষ্ট্রপাবে৪৭তমপ্রেসিডেন্ট।
সময়েরপার্থক্যথাকায়যুক্তরাষ্ট্রেরওরেগনবাদেঅন্যসবঅঙ্গরাজ্যেস্থানীয়সময়মঙ্গলবারসকাল৬টাথেকে১০টারমধ্যেভোটগ্রহণশুরুহয়।ভোটগ্রহণ চলবেসন্ধ্যা৭টাথেকেরাত১১টাপর্যন্ত। বাংলাদেশসময়মঙ্গলবারবিকেল ৫টাথেকে রাত৯টারমধ্যেশুরুহয়ভোটগ্রহণ। এটি শেষ হবেবুধবারসকাল৬টাথেকে১০টারমধ্যে।শুধুমাত্রওরেগনঅঙ্গরাজ্যেকোনোভোটকেন্দ্রনেই।এরাজ্যেরভোটাররাসশরিরেভোটদিতেপারেননা।তারামেইলের মাধ্যমেভোটপ্রয়োগকরেথাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবার মোট ভোটার সংখ্যা ২৪ কোটি ৪০ লাখ। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন ৭ কোটি ৭০ লাখ ভোটার। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি, নিম্নকক্ষ প্রতিনিধি সভার ৪৩৫ আসন ও উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া, ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ১১টিতে নতুন গভর্নর পদে ভোট চলছে। সব মিলিয়ে মঙ্গলবার পাঁচ হাজারেরও বেশি স্থানীয়, অঙ্গরাজ্য পর্যায়ের ও কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে দেখা যায়, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রথম যে দুটির ফলাফল সবার আগে আসতে শুরু করবে, তা থেকেই মূলত পূর্বাভাস পাওয়া যায় কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।এসব অঙ্গরাজ্যের মধ্যে সবার আগে জর্জিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ও নর্থ ক্যারোলিনায় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর থেকে বুথফেরত ফলাফল আসতে শুরু করবে।
এদুটিঅঙ্গরাজ্যেযদিডেমোক্রেটিকপার্টিরপ্রার্থীকমলাহ্যারিসএগিয়েথাকেন, তাহলেমার্কিনইতিহসেতিনিইপ্রথমপ্রেসিডেন্টহতেযাচ্ছেনবলেপ্রাথমিকভাবেধরেনেওয়াযায়।আরযদিট্রাম্পএগিয়েথাকেন, তাহলেতিনিইহবেন৪৭তমপ্রেসিডেন্ট-এমন তথ্য উঠে এসেছে একাধিক মার্কিন গণমাধ্যমে।
অন্য পাঁচদোদুল্যমানঅঙ্গরাজ্যেরসার্বিকফলাফলেএককভাবেএতটাপ্রভাবিতকরতেপারবেনা। ‘ব্লুওয়ালস্টেটস’ বানীলদেওয়ালহিসেবেপরিচিতিএইপাঁচঅঙ্গরাজ্যহলো- পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদাওঅ্যারিজোনা।
এপাঁচঅঙ্গরাজ্যেরমধ্যেপেনসিলভানিয়ায়ওমিশিগানেরঅধিকাংশএলাকায়ভোটগ্রহণশেষহবেস্থানীয়সময়রাত৮টায়।এছাড়াউইসকনসিন, অ্যারিজোনাওমিশিগানেরউত্তরাঞ্চলীয়কিছুএলাকারভোটগ্রহণশেষহবেস্থানীয়সময়রাত৯টায়, বাংলাদেশসময়বুধবারসকাল৮টায়।
এবারেরনির্বাচনে প্রেসিডেন্টপদেচারজনদলীয় প্রার্থীহিসেবেপ্রতিদ্বন্দ্বিতাকরছেন।প্রার্থীরাহলেন-রিপাবলিকানপার্টিরপ্রার্থীওসাবেকপ্রেসিডেন্টডোনাল্ডট্রাম্প।ক্ষমতাসীনডেমোক্র্যাটিকপার্টিরপ্রার্থীহিসেবেআছেনভাইসপ্রেসিডেন্টকমলাহ্যারিস।গ্রিনপার্টিরহয়েলড়ছেনজিলস্টেইনএবংলিবার্টারিয়ানপার্টিরহয়েলড়াইকরছেনচেইজঅলিভার।অন্যদিকে, একমাত্রনির্দলীয়প্রার্থীহিসেবেহোয়াইটহাউসেরবাসিন্দাহওয়ারচেষ্টাকরছেন দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ, সামাজিক সমালোচক ও জন বুদ্ধিজীবী কর্নেলওয়েস্ট।
তবেমূলপ্রতিদ্বন্ধিতায়রয়েছেন ট্রাম্পওকমলা।তাদেরভাগ্যনির্থারণহবেমূলতসাতদোদুল্যমানঅঙ্গরাজ্যেরভোটেরওপর।এসবঅঙ্গরাজ্যেরইলেক্টোরালভোটইবরেদিবেকেহচ্ছেনযুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট।জয়পেলেইতিহাসসৃষ্টিকরবেনডেমোক্র্যাটপ্রার্থীকমলাহ্যারিস।আরপ্রথমবারেরমতোনারীপ্রেসিডেন্টপাবেমার্কিনযুক্তরাষ্ট্র।
এমআর//