খেলাধুলা

গ্লোবাল সুপার লিগের দলে তানজিম

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব দল পেয়েছেন। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তানজিম হাসান।

পাঁচ দেশের ৫ টি দল নিয়ে এবার প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর, শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। প্রত্যেক দল একে অন্যের সঙ্গে খেলবে, মোট ১১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষ করে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

গ্লোবাল সুপার লিগে তানজিম খেলতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। একইসময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

তানজিমের কাঁধের চোট নিয়েও কিছুটা সমস্যায় ভুগতে হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি তাকে। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন