ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: শফিকুল আলম
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে ডেমোক্র্যাট পার্টি, রিপাবলিক পার্টি সবার সাথেই খুব ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং আমরা আশা করি, সেই সর্ম্পক আরো গভীরতর হবে।
প্রেস সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক।
ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি, ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন। মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে।
উল্লেখ্য, এর আগে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহম্মদ ইউনূস।
এএম/