দেশজুড়ে

ক্যাশ কাউন্টারের সামনে থেকে ৯৩ হাজার টাকা চুরি

গাইবান্ধার সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে ছামাদ মিয়া (৬০) নামের এক গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরির হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনায় দুইজনকে সনাক্ত করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম

ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই বৃদ্ধ গ্রাহক এক নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য গ্লাসের সামনের টেবিলে টাকা বের করে রাখেন। এ সময় তার পাশে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে পা দিয়ে নোটটি বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেন এবং তাকে জানান, তার টাকা মেঝেতে পড়েছে।

ওই বৃদ্ধ তখন মেঝে থেকে নোটটি তুলতে নিচু হলে সেই সুযোগে অপরজন কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা নিয়ে দুইজনই দ্রুত পালিয়ে যান।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার সহকারী ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ব্যাংককেও আরও সচেতন হতে হবে। পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যাশ কাউন্টারের সামনে থেকেই টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরদের ধরতে বিভিন্ন জায়গায় ভিডিও পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন